শুক্রবার । ১২ই ডিসেম্বর, ২০২৫ । ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২

কুষ্টিয়ায় কৃষককে গুলি করে হত্যা, গুলিবিদ্ধ ২

গেজেট প্রতিবেদন

কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তের ছোড়া গুলিতে রফি মন্ডল (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন ইউসুফ ও রবজেল নামে আরও দুইজন। তাদেরকে কুষ্টিয়ার ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পঁচাভিটা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত রফি মন্ডল পিয়ারপুর ইউনিয়নের পঁচাভিটা এলাকার মতআলী মন্ডলের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিহত রফি মন্ডল উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পঁচাভিটা নামক স্থানে একটি চায়ের দোকানে বসা ছিলেন। এসময় দুটি মোটরসাইকেলযোগে পাঁচজন মুখোশধারী দুর্বৃত্ত রফি মন্ডলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। রফি মন্ডলকে রক্ষায় স্থানীয় ইউসূফ ও রবজেলা এগিয়ে আসলে তাদেরকেও লক্ষ করে গুলি ছোড়ে তারা। কৃষক রফি মন্ডল ঘটনাস্থলে নিহত হন। আর গুলিবিদ্ধ ইউসুফ ও রবজেলকে নেওয়া হয় কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, মোটরসাইকেলযোগে এসে পাঁচজন দুর্বৃত্ত রফি মন্ডলকে গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান রফি মন্ডল। গুলিবিদ্ধ হন দুইজন। তাদেরকে কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কারা এবং কেন এমন ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করা যায়নি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন