শুক্রবার । ১২ই ডিসেম্বর, ২০২৫ । ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২

একযোগে কুষ্টিয়ার ৫ থানার ওসি বদলি

গেজেট প্রতিবেদন

কুষ্টিয়ার সাতটি থানার মধ্যে পাঁচটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) মধ্যরাতে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বদলির এ তথ্য নিশ্চিত করা হয়। ‎

বদলিকৃত ওসিরা হলেন- খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম, কুমারখালী থানার খন্দকার জিয়াউর রহমান, কুষ্টিয়া মডেল থানার মো. মোশাররফ হোসেন, মিরপুর থানার মো. মোমিনুল ইসলাম এবং ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব তালুকদার।

তবে এই পাঁচ থানার ওসি হিসেবে কারা নিয়োগপ্রাপ্ত হবেন সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি।

প্রসঙ্গত, কুষ্টিয়া জেলা পুলিশে নতুন পুলিশ সুপার হিসেবে গত শনিবার (২৯ নভেম্বর) সকালে যোগদান করেছেন মোহাম্মদ জসীম উদ্দিন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন