কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক জায়গায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ।
নিহতরা হলেন- উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিগাতুয়া পাঠ পাড়ার মতিউর রহমানের ছেলে জামাত আলী (২৫) ও উপজেলার শিতলাইপাড়া গ্রামের পলাশের ছেলে সাইফ আলী (১৫)।
জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে জামাত আলী তার বাড়ির পাশে মাচায় বসেছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়াও সাইফ শিতলাইপাড়া মাঠে কৃষিকাজ করছিলেন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। মাঠে থাকা অন্য কৃষকরা তাকে উদ্ধার করতে এগিয়ে এসে দেখেন সাইফের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। সাইফের ঘটনাস্থলেই মৃত্যু হয় আর জামাত আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
ওসি সোলায়মান শেখ বলেন, বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
