Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ইবির নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে মনিরুল ইসলাম (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের পাঁচ তলার ছাদ থেকে পড়ে মারা যান তিনি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত মনিরুল ইসলাম কুষ্টিয়া জেলার হরিনারায়ণপুর ইউনিয়নের খাইরুল ইসলামের ছেলে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের পাঁচ তলায় কাজ করছিলেন তিনি। এ সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যান। পরে সেখানেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. পরেশ চন্দ্র বর্ম্মণ বলেন, বিষয়টি অবহিত হওয়ার সঙ্গেই ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে নিহত শ্রমিকের লাশ দেখতে পাই। পরে পুলিশ এসে লাশটি নিয়ে যায়।

ইবি থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, লাশটি ঘটনাস্থল থেকে থানায় আনা হয়েছে। পরিবারের সদস্যদের সাথে কথা বলে আইনগত ভাবে লাশটি হস্তান্তর করার চেষ্টা করছি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন