Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মেহেরপুরে বাসের ধাক্কায় শ্যালক-দুলাভাই নিহত

গেজেট ডেস্ক

মেহেরপুরে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্রাম্যমাণ ইটভাঙা গাড়ির দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে মেহেরপুর সদর উপজেলার দীনদত্ত ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান।

নিহত দুই জন হলেন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বিশ্বাসপাড়া এলাকার বদর আলির ছেলে ওয়াসিম (৩০) ও তার বোনের জামাই একই গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে জাফর আলি (৪২)।

স্থানীয়দের বরাত দিয়ে মেহেরপুর সদর থানার ওসি জানান, বরিশাল কুয়াকাটা থেকে মেহেরপুরের উদ্দেশে ছেড়ে আসা রয়েল এক্সপ্রেসের একটি বাস সামনে থেকে আসা ইটভাঙা গাড়িটিকে ধাক্কা দিয়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়।

মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি দল মরদেহ দুইটি উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আহত ব্যক্তিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন