Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নতুন উপাচার্যকে ইবি সাদা দলের শুভেচ্ছা

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী বিএনপি পন্থী শিক্ষকদের একাংশের সংগঠন সাদা দল।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে সাদা দলের আহ্বায়ক ড. এ কে এম মতিনুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, সাদা দল আশা করে (নতুন উপাচার্য ড. শেখ আব্দুস সালামের) আপনার মেধা, মনন, যোগ্যতা, দুরদর্শিতা এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নিরপেক্ষতা দিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা। একই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং মুক্তচিন্তার অবারিত সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করে দলটি। এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী তথা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনে সাদা দলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়।

 

খুলনা গেজেট/ কে এম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন