সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনা জেলা আইনজীবী ঐক্যপরিষদের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

জেলা আইনজীবী সমিতির হল রুমে খুলনা জেলা আইনজীবী ঐক্যপরিষদের সাধারণ সভা ও দোহা মাহফিল আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক এড. আমিনুল ইসলাম মিঠু ও পরিচালনা করেন সদস্য সচিব এড. দেবানন্দ হুই। এসময়ে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। করোনাকালীন মৃত আইনজীবী এবং অসুস্থদের শারিরিক সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী মঞ্জুর-উল আলম। বিশেষ অতিথি ছিলেন এড. মোঃ লতিফুর রহমান লাবু, এড. মঞ্জুর আহমেদ, এড. মিনা মিজানুর রহমান ও এড. চৌধুরী আব্দুস সবুর।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এড. আলফাজ হোসেন শেখ, কানিজ ফাতিমা আমিন, পূর্ণিমা ইয়াসমিন, কার্ত্তিক চন্দ্র মন্ডল, সুমঙ্গল রায়, হালিমা আক্তার খানম, লাভলী শেখ, আখতার-উজ-জামান, মোল্যা সেলিম রশীদ, কাজী সাববীর হোসেন, সুনীল পাল, অসিত তরফদার, আতাউর রহমান খোকন, আতাউর হোসেন জোয়ার্দ্দার ও আলকাজ হোসেন প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা জেলা আইনজীবী সমিতির পাঞ্জেখানা মসজিদের ইমাম মোঃ জাহাঙ্গীর আনাম।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন