Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

বীরউত্তম সিআর দত্তের প্রতি শ্রদ্ধা খুলনায় পূজা উদযাপন পরিষদের

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি প্রয়াত মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীরউত্তমের প্রতি শ্রদ্ধা জানিয়েছে মহানগর পূজা উদ্যাপন পরিষদ। মঙ্গলবার বিকেলে নগরীর পিকচার প্যালেস মোড়ে শারীরিক দূরত্ব বজায় রেখে বুকে কালো ব্যাচ ধারণ করে দাঁড়িয়ে মৌন শোক পালনের মাধ্যমে এই বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এসময়ে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, সাবেক সভাপতি গোপী কিষণ মুন্ধড়া, এড. অলোকানন্দা দাস, রতন কুমার নাথ, বিপ্লব মিত্র, রামচন্দ্র পোদ্দার, বিপ্লব সাহা লব, বিশ্বজিৎ দে মিঠু, অভিজিৎ চক্রবর্ত্তী দেবু, মহাদেব সাহা, উজ্জ্বল ব্যানার্জী, পাপ্পু সরকার, প্রণব চক্রবর্ত্তী, অনিন্দ্য সাহা, উজ্জ্বল রায়, নিতাই সরদার, দুলাল সরকার, বাদল দে, প্রদীপ সেন, সজল দাস, মানিক শীল, বাবু শীল, অলোক দে, রবীন দাস, বিধান রায়, পার্থ সাহা, শুভ্রদেব রায়, সঞ্চিতা রায়, শোভন কর, কবিতা বৈরাগী, দ্বীপ চক্রবর্ত্তী, রিপন সরকার, পিনাকী সাহা, নিরুপমা গোলদার, মিলন সাহা কুটি, শ্যামল দত্ত, সেতু সাহা ও সজল বিশ্বাস প্রমুখ।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন