সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর বয়স আনুমানিক ৪৫ বছর বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বারবাজার রেলওয়ে স্টেশন মাস্টার সিদ্দিকুল ইসলাম জানান, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস দুপুর ২টা ৩৮ মিনিটে বারবাজার রেলওয়ে সিগন্যাল এলাকায় পৌঁছালে ওই নারী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও বলেন, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এটি দুর্ঘটনা, নাকি আত্মহত্যা- তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন