Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ৭ই আগস্ট, ২০২৫ । ২৩শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহে স্কুল কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। স্কুল কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনেকে। কিন্তু সেখানেও মিললো না শান্তি। হাসপাতালের জরুরি বিভাগে হঠাৎ করেই ফের সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই পক্ষ। শুরু হয় ধাক্কাধাক্কি, মারধর ও চরম বিশৃঙ্খলা। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ইসলামপুর হরিপুর কবি ফজের আলী মাধ্যমিক বিদ্যালয়ে সভা চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত বিদ্যালয়ের কমিটির সভাপতির দায়িত্ব পান জামায়াতপন্থী জহুরুল ইসলাম। বিষয়টি মেনে নিতে পারেননি স্থানীয় বিএনপি নেতারা। দীর্ঘদিন ধরে চলমান এই মতানৈক্য চরমে পৌঁছায় বৃহস্পতিবার দুপুরে স্কুল কমিটির সভাকালীন সময়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ, যা দ্রুতই রূপ নেয় রক্তক্ষয়ী ঘটনায়।

এ ঘটনায় আহত হন জামায়াতপন্থী ৯ জন ও বিএনপি সমর্থিত ৬ জন।

আহত বিএনপি নেতাকর্মীরা হলেন: ইমাদুর রহমান, মাসুম, গোলাম মোস্তফা, সুমন, রেহানা খাতুন (সবাই কানুহরপুর গ্রামের) এবং রহমতুল্লাহ (মহারাজপুর)।

আহত জামায়াত সমর্থকরা হলেন: জহুরুল ইসলাম, হুসাইন, মুজাব আলী, হাফিজুর রহমান, রুপচাঁদ আলী, ফয়জুল্লাহ, সলেমান মন্ডল, তোতা মিয়া ও সফর আলী।

আহত সবাইকে তাৎক্ষণিকভাবে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে পরিস্থিতি স্বাভাবিক থাকার বদলে উল্টো সৃষ্টি হয় নতুন সংঘর্ষের। দুপুর ১২টার দিকে দুই দলের সমর্থকরা জরুরি বিভাগেই পুনরায় মারামারিতে জড়িয়ে পড়েন। এতে চিকিৎসাসেবা নিতে আসা অন্যান্য রোগী ও স্বজনদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে সদর হাসপাতালে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রায় ৪ মাস আগে বিদ্যালয় কমিটি গঠন নিয়ে শুরু হওয়া বিরোধ থেকেই মূলত সংঘর্ষের সূত্রপাত। বৃহস্পতিবারের ঘটনার জন্য একপক্ষকে দায়ী করে তিনি জানান, এখনো পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, ঘটনার পর বিএনপি ও জামায়াত একে অপরকে দায়ী করে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন