ঝিনাইদহের কোটচাঁদপুরে মোটরসাইকেল ও বেপরোয়া গতির আলমসাদুর মুখোমুখি সংঘর্ষে রুহুল আমিন (৩০) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার কাশিপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত রুহুল আমিন কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শিশারকুন্ডু গ্রামের বাসিন্দা এবং হামিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাজমিস্ত্রির কাজে কালীগঞ্জের উদ্দেশে রওনা দেন রুহুল আমিন। পথিমধ্যে কাশিপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি আলমসাদুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী ঘাতক আলমসাদু আটক করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনা গেজেট/এএজে