Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বেনাপোলে টায়ারের মধ্যে মিলল ৪০০ বোতল ফেনসিডিল

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল সীমান্তে অভিনব কায়দায় পাচারের সময় টায়ারের মধ্য থেকে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি তারা। সোমবার (২৭ জুলাই) রাত ১০ টার সময় ছোট আচড়া গ্রামের একটি মন্দিরের পাশে অভিযান চালিয়ে অভিনব কায়দায় টায়ারের মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় এ ফেনসিডিলের চালানটি উদ্ধার হয় ।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ সেলিম রেজা জানান,তার কাছে গোপন একটি খবর আসে পাচারকারীরা ভারত থেকে ফেনসিডিলের একটি চালান এনে ছোট আচড়া গ্রামের মন্দিরের পাশে টায়ারের মধ্যে অভিনব কায়দায় সেট করছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবি কোম্পানী সদরের কমান্ডার সুবেদার লালমিয়া ও নায়েক নুরুল ইসলাম সংগীয় টহল দল নিয়ে সেখানে অভিযান চালায়। সেখানে অভিনব কায়দায় ফেনসিডিল সেট করা অবস্থায় একটি ট্রাকের টায়ার পাওয়া যায়। এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।টায়ারটি ক্যাম্পে নিয়ে তার মধ্য থেকে ৪০০ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়।
বেনাপোল বিজিবি কোম্পানী সদরের কমান্ডার সুবেদার লালমিয়া পরিত্যক্ত অবস্থায় ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ফেনসিডিল যশোর ব্যাটালিয়নের পাঠানো হবে।
খুলনা গেজেট/এআইএন  




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন