Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content
যশোর-সাতক্ষীরা-বাগেরহাট-মাগুরা 

চার জেলায় ১৯ নমুনা পজেটিভ

যশোর প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের পরীক্ষায় ২৭ জুলাই চার জেলার ১৯টি নমুনা পজেটিভ ফলাফল দিয়েছে।  দক্ষিণ-পশ্চিমের যশোর, মাগুরা, সাতক্ষীরা ও বাগেরহাটের ১৫১টি নমুনা গত রোববার নেওযার পর পরীক্ষা করে এই ফলাফল পাওয়া যায়। অর্থাৎ পরীক্ষিত নমুনাগুলোর মধ্যে ১৩২টি ছিল নেগেটিভ। এদিন সকালে পরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট চার জেলার সিভিল সার্জন অফিসে পাঠিয়ে দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, এদিন তাদের ল্যাবে যশোরের ২৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চারটি পজেটিভ হয়েছে। এছাড়া মাগুরার ৬৪টি নমুনা পরীক্ষা করে দশটি, সাতক্ষীরার ৩১টির মধ্যে চারটি এবং বাগেরহাটের ২৭টির মধ্যে একটি নমুনা পজেটিভ হয়।

 

 

খুলনা গেজেট / এনআইআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন