Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু

যশোর প্রতিনিধি

জেলার চৌগাছায় খালাবাড়ি বেড়াতে গিয়ে বজ্রপাতে আশারন খাতুন (১৪) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সে ঝিনাইদহের মহেশপুর উপজেলার হাবাসপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে এবং ঐ গ্রামের স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ২৭ জুলাই দুপুরে উপজেলার স্বরূপদাহ পশ্চিমপাড়া গ্রামে বজ্রপাতের এ ঘটনাটি ঘটে।

জানা যায়, আশারন কয়েকদিন আগে তার খালার বাড়ি বেড়াতে আসে। সোমবার বেলা একটার দিকে পুকুরে গোসল করবে বলে সে বাড়ির পাশের একটি প্রাচীরের ওপরে বসে ছিল। এসময় বৃষ্টিপাত শুরু হয়। এক পর্যায়ে তার গায়ে বজ্রপাত পড়লে সে প্রাচীর থেকে পড়ে যায়।

স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক ডা. আহমেদ ফয়েজ বিন সাদ তাকে মৃত ঘোষণা করেন।

 

খুলনা গেজেট / এনআইআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন