বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

যশোরে পৃথক ঘটনায় ৫ জনকে ছুরিকাঘাত

যশোর প্রতিনিধি

যশোরে দুর্বৃত্তদের পৃথক ছুরিকাঘাতে ৫ জন জখম হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো, শহরতলীর পাগলাদহ গ্রামের রিকসা চালক দীলিপ কুমার মল্লিক (৫০), ঝিকরগাছার পানিসাসারা ইউনিয়নের টাউরা গ্রামের রমজান আলীর ছেলে সাগর (১৮), রানা (২১), জয়নাল (২২), মুজিবুর রহমানের ছেলে রাজু (২২)।

আহত দীলিপ কুমার মল্লিক জানান, রোববার রাত আটটার দিকে তিনি রিকসায় ভাড়া নিয়ে উপশহর ডিগ্রি কলেজের পিছনে যান। এ সময় দু’যুবক তাকে গতিরোধ করে মারপিট করে। এসময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায়।

একই দিন ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের টাউরা গ্রামের রানার সাথে মাহাতাবনগর গ্রামের আজগর নামে এক যুবকের বিরোধ হয়। রাত সাড়ে ৯টার দিকে সাগর, রানা, জয়নাল ও রাজু মাহাতাবনগর গ্রামে যান। এ সময় আজগরের নেতৃত্বে ৯/১০ জন তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

খুলনা গেজেট/কেএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন