শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

যশোরে থার্টিফার্স্ট নাইটে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষা বোর্ড কর্মচারী নিহত

যশোর প্রতিনিধি

যশোরে থার্টিফার্স্ট নাইটে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে সেলিম হোসেন (৩৫) নামে শিক্ষা বোর্ডের এক কর্মচারী নিহত হয়েছেন। তাঁর বাড়ি শহরের পুরাতন কসবা গাজিরহাট রোডে।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানিয়েছে, এদিন রাত এগারোটার দিকে সেলিম হোসেন তার মোটরসাইকেল চালিয়ে আরবপুর মোড় থেকে বাড়িতে যাচ্ছিলেন। পথে পালবাড়ি মোড়ের কাছে বিপরীতমুখী একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে সেলিম হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সোহানুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটেছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন