শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

যশোর সরকারি এমএম কলেজের কর্মচারীদের বেতনের দাবিতে মানববন্ধন

যশোর প্রতিনিধি

বেতন বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছে যশোর সরকারি এমএম কলেজের সাধারণ কর্মচারীরা। কলেজের পাঁচ হোস্টেলে কর্মরত কর্মচারীরা বুধবার প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন করেন।

কলেজের কর্মচারী কল্যাণ তহবিল থেকে বকেয়া চার মাসের বেতন দ্রুত পরিশোধের জন্য কর্তৃপক্ষের প্রতি দাবি জানান মানববন্ধনকারীরা।

কলেজের আসাদ হলে কর্মরত আব্দুর রাজ্জাক জানান, কলেজের যে পাঁচটি হোস্টেল রয়েছে সেখানে রাঁধুনী হিসেবে কর্মরত কর্মচারীদের গত চারমাস বেতন বন্ধ রয়েছে। তাদের নিয়োগ অস্থায়ী ভিত্তিতে। কলেজের কর্মচারী কল্যাণ তহবিল থেকে মাস চুক্তিতে তারা বেতন পান। গত চার মাস বেতন বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন এসব কর্মীরা।

হামিদা হলের লিপি বেগম, পুরাতন হলের আফজাল হোসেনসহ অন্যান্যরা এ বিষয়ে বলেন, চারমাস বেতন না পাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। তাদের সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে। এ অবস্থায় কলেজ কর্তৃপক্ষের মানবিক হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

খুলনা গেজেট/কেএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন