শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ছুরিকাহত

যশোর প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাগর হোসেন (২২) আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার মোবারকপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে।

আহত সাগর জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তিনি ঝিকরগাছা বাজার থেকে দলীয় কার্যক্রম শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বোবারকপুর গ্রামে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে সেখানে ওৎ পেতে থাকা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পিয়াল ও ছাত্রদল নেতা রানা তার গতিরোধ ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে ভর্তি করে।

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আব্দুর রশিদ জানান, আহত সাগরের অবস্থা গুরুতর। তার পেটে ছুরিকাঘাতে করা হয়েছে।

 

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন