রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

মণিরামপুরে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

মণিরামপুর প্রতিনিধি

মণিরামপুরে মুন্না হোসেন নামে চতুর্থ শ্রেণীর এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করে মঙ্গলবার ২৯ ডিসেম্বর সকালে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। শিশু মুন্না উপজেলার এড়েন্দা গ্রামের আমজাদ হোসেনের পুত্র।

স্বজনদের দাবী শিশু মুন্না বসত ঘরের আড়ায় গলায় মাফলার পেচিয়ে আত্মহত্যা করেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার আত্মহত্যার কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ ও তার স্বজনরা।

মণিরামপুর থানার এসআই হাসানুজ্জামান জানান, খবর পেয়ে গত সোমবার রাত ৮টার দিকে উপজেলার এড়েন্দা গ্রাম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। প্রাথমিক সুরতহালে শিশুটির আত্মহত্যার বিষয় সন্দেহ হলে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।

খুলনা গেজেট/কেএম

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন