রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

মণিরামপুরে বিশেষ অভিযানে বিপুল সংখ্যক মোটরসাইকেল আটক

মণিরামপুর প্রতিনিধি

কাগজ-পত্র সংক্রান্ত জটিলতা ও ট্রাফিক আইন অমান্যকরাসহ জনসচেতনতায় মণিরামপুরে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে বিপুল সংখ্যক মোটরসাইকেল আটক করা হয়েছে। বুধবার ২৩ ডিসেম্বর ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করেন যশোর জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর গোলাম মোস্তফা।

জানাযায়, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেটসহ কাগজ-পত্রের বিভিন্ন ত্রুটির কারণে দিনব্যাপী পৌর শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১১১ টি মোটরসাইকেল আটক করে মণিরামপুর থানায় নেয়া হয়।

জানতে চাইলে, জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর গোলাম মোস্তফা বিশেষ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্ত মোটরসাইকেল আটকের ঘটনায় ১০টি মামলা দায়ের করা হয়েছে।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন