রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

কেশবপুরে অনুমোদন বিহীন ইটভাটা উচ্ছেদ 

 কেশবপুর প্রতিনিধি

কেশবপুর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অনুমতিপত্র  ছাড়াই ইটভাটা পরিচালনা করার অপরাধে আজ রবিবার সকালে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে দুটি ইটভাটা উচ্ছেদ করা হয়েছে।

কেশবপুর উপজেলার সাতবাড়িয়ার সুপার ব্রিকস ও বেগমপুরে রিপন ব্রিকস এ দুইটি ইটেরভাটা ঢাকা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোজিনা আক্তার ও কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইরুফা সুলতানা ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব প্রথমে ফায়ার সার্ভিসের কর্মীরা ভাটার আগুন নিভিয়ে দেয় এবং পরে বুলডোজার দিয়ে ভাটার স্থাপনা চিম গুঁড়িয়ে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক সাইদ আনোয়ার। দীর্ঘদিন ধরে কেশবপুরের অকিাংশ ইট ভাটা অনুমোদন ছাড়াই পরিচালনা হয়ে আসছে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা রোজিনা আক্তার  বলেন, পর্যায়ক্রমে অনুমোদন বিহীন সকল ইট ভাটায় উচ্ছেদ অভিযান চলবে।

খুলনা গেজেট/এ হোসেন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন