বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

বাসযাত্রীর কোমরে ২৪ টি সোনার বার

শার্শা প্রতিনিধি

বেনাপোল পোর্ট থানার আমড়াখালী বিজিবি চেকপোস্টে একটি বাসে তল্লাশি করে বাকিবিল্লাহ (২৬) নামে এক যাত্রীর কাছ থেকে ২৪টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। যার সিজার মূল্য প্রায় এক কোটি ৪০ লাখ টাকা। তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় আমড়াখালী বিজিবি চেকপোষ্টে তল্লাশি করে সোনার বারগুলো জব্দ করা হয়। আটক বাকিবিল্লাহ বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে।



আমড়াখালী বিজিবি চেকপোস্টের বিজিবি সদস্য নায়েক শাহাজান জানান, গোপন একটি খবর আসে এক সোনা পাচারকারী বিপুল পরিমাণ সোনার একটি চালান নিয়ে যশোর থেকে একটি লোকালবাসে করে বেনাপোল আসছে। এ সংবাদের ভিত্তিতে ওই বাসটি বিজিবি চেকপোস্টে আসলে তল্লাশি করা হয়। এ সময় বাকিবিল্লাহ’র কোমরে বিশেষ কায়দায় বাঁধা অবস্থায় ২৪টি সোনার বার পাওয়া যায়। এ সময় বাকিবিল্লাহকে আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া সোনার বার কাস্টমসের ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে।অটক বাকিবিল্লাহকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন