বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

যশোরে হাসপাতালের ছাদ থেকে পড়ে দু’শ্রমিক আহত

যশোর প্রতিনিধি

 

যশোর জেনারেল হাসপাতালের চতুর্থতলা থেকে পড়ে দুই শ্রমিক আহত হয়েছেন। তাদেরকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নির্মাণকাজ চলাকালে অসতর্কতার কারণে পড়ে যান ওই দুই শ্রমিক।

আহতরা হলেন, সদর উপজেলার ফরিদপুর পশ্চিমপাড়ার আবু সাঈদের ছেলে আসিফ হোসেন রাবিজ (৩০) ও একই উপজেলার আলমনগর গ্রামের শহর আলীর ছেলে টিটো হোসেন (৩৫)।

আহতদের সহকর্মী আব্দুর রব জানান, হাসপাতালের চতুর্থ তলার নির্মাণ কাজ চলছে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে কর্তৃপক্ষকে কাজ বুঝিয়ে দেয়ার কথা রয়েছে। যে কারণে ঠিকাদার দিন-রাত কাজ করাচ্ছেন। বৃহস্পতিবার রাতে নতুন ছাদের কার্নিশের পলেস্তরার কাজ করছিলেন রাবিজ ও টিটো। তখন অসাবধানতায় বাঁশের ভারা থেকে তারা নিচে পড়ে আহত হন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান, আহত শ্রমিকদের মধ্যে একজনের মাথায় আঘাত লেগেছে ও অপরজনের হাত ভেঙে গেছে।

খুলনা গেজেট/এ হোসেন

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন