শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

যশোর সদরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মিলি নির্বাচিত

যশোর প্রতিনিধি

যশোর সদর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোস্না আরা মিলি নির্বাচিত হয়েছেন। ৫৩ হাজার চারশ’ ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তার প্রতীক ছিল কলস। জ্যোস্না আরা মিলির একমাত্র প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট সেতারা খাতুন হাঁস প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার সাতশ’ এক ভোট। বৃহস্পতিবার রাত নয়টা ২০ মিনিটে এ তথ্য নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার হুমায়ুন কবির।

তিনি জানান, নির্বাচনে মোট ৮৭ হাজার একশ’ ৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ছয়শ’ ৬৯ টি ভোট বাতিল হয়।

নির্বাচন চলাকালে রিটার্নিং অফিসার হুমায়ুন কবির এবং সহকারী রিটার্নিং অফিসার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে রিটার্নিং অফিসার শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানান।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন