শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

কেশবপুরে হামলার ঘটনায় মামলা : আটক ৩

কেশবপুর প্রতিনিধি

কেশবপুরে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে । এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।

কেশবপুর থানার উপপরিদর্শক (এস আই ) ফজলে রাব্বি মোল্লা বলেন, উপজেলার প্রতাপপুর গ্রামের ওহাব আলী বিশ্বাস ও হযরত আলী বিশ্বাসের মধ্যে জমির বিরোধ নিয়ে মঙ্গলবার সকালে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের জোহরা বেগম, সাবিনা খাতুন, রোমেচা বেগম, ওবায়দুর রহমান ও আসাদুজ্জামান আহত হয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

তিনি আরও বলেন, মঙ্গলবার রাতে পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আসামি উপজেলার প্রতাপপুর গ্রামের হযরত আলী বিশ্বাসের ছেলে শাহীনুর রহমান, ইব্রাহিম শেখের ছেলে জাহাঙ্গীর হোসেন ও সরফাবাদ গ্রামের মৃত ছবেদ আলী শেখের ছেলে মোশারফ হোসেনকে গ্রেফতার করা হয়। বুধবার গ্রেফতারকৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন