শনিবার । ১৫ই নভেম্বর, ২০২৫ । ৩০শে কার্তিক, ১৪৩২

যশোরের নতুন জেলা প্রশাসক আশেক হাসান

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন আশেক হাসান। তিনি ফরিদপুরের জোনাল সেটেলমেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। আর যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার দুটি পৃথক প্রজ্ঞাপনে যশোরসহ দেশের ২৩ জেলার জেলা প্রশাসক (ডিসি) পদে বদলি ও পদায়ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন