রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

বাঘারপাড়ায় সীমানা পিলারসহ আটক আসামি রিমান্ডে

যশোর প্রতিনিধি

যশোরের বাঘারপাড়ায় কোটি টাকা মূল্যের সীমানা পিলারসহ (ম্যাগনেট) আটক তৌহিদুর রহমানের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আটক তৌহিদুর রহমান যশোর সদর উপজেলার বলিয়াডাঙ্গা গ্রামের শাহাজান মোল্লার ছেলে। বৃহস্পতিবার পুলিশের চাওয়া পাঁচদিনের রিমান্ড আবেদনের শুনানী শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহাদী হাসান এ আদেশ দেন।

গত সোমবার রাতে বাঘারপাড়া উপজেলার জামদিয়া এলাকায় র‌্যাব-৬ যশোরের সদস্যরা তৌহিদকে কোটি টাকা মূল্যের সীমানা পিলারসহ আটক করে। পরের দিন জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার মামলা দিয়ে তাকে বাঘারপাড়া থানায় হস্তান্তর করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। উদ্ধারকৃত পিলারটির ওজন প্রায় ৩৪ কেজি, গায়ে লেখা ছিলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৮১৮ ও ক্রস পতাকা আকৃতি ছবি আকা ছিল।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন