যশোরের নওয়াপাড়ায় ব্যবসা প্রতিষ্ঠানে দু’টি বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে দু’জন আহত হয়েছে। বুধবার (০১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মেসার্স বিশ্বাস ট্রেডিং ও মেসার্স তরফদার ট্রেডিংয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে দুবৃর্ত্তরা বিশ্বাস ট্রেডিং এর কয়লা বিক্রি অফিসে বোমা নিক্ষেপ করে। এসময় প্রতিষ্ঠানের ম্যানেজারসহ ২জন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময় তরফদার ট্রেডিং এর সামনে বোমা বিস্ফোরণ ঘটে। এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি।
স্থানীয় ব্যবসায়ী ফারুক মোল্লা বলেন, “এভাবে হামলা চলতে থাকলে নওয়াপাড়া মোকাম পুরোপুরি হুমকির মুখে পড়বে। দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি।”
এসব হামলা ব্যবসায়িক দ্বন্দ্ব, ব্যক্তিগত শত্রুতা এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে হত পারে বলে স্থানীয়রা দাবি করেছেন।
স্থানীয় ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন, প্রশাসন ও আইন—শৃঙ্খলা বাহিনী দ্রুত হস্তক্ষেপ নিলে এখানকার ব্যবসা—বাণিজ্যে স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসতে পারবে।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ ওসি কে এম রবিউল ইসলাম জানান, “ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইতোমধ্যে আলামত সংগ্রহ করা হয়েছে। কি কারণে এ ধরনের হামলা ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
খুলনা গেজেট/এমআর
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
