বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

যশোরে ট্রাক চাপায় সবজি ব্যবসায়ী নিহত

যশোর প্রতিনিধি

যশোর-মাগুরা সড়কের হাশিমপুর পাঁচবাড়িয়া আমতলায় ট্রাক চাপায় জহির বিশ্বাস (৩০) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সবজি ব্যাবসায়ী সদর উপজেলার হাপানিয়া গ্রামের হাসু বিশ্বাসের ছেলে।

নিহতের ভাতিজা সবুজ জানান, জহির বিশ্বাস এদিন সকালে বাইসাইকেলে সবজি বেধে হাশিমপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে পাঁচবাড়িয়া আমতলায় দ্রুতগামী একটি ট্রাক বাইসাইকেলে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় ট্রাকের চাকা তার মাজার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে কোতোয়াালি থানা পুলিশ তার লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এস আই) রেজাউল ইসলাম বলেন, ঘাতক ট্রাকটি আটক করা যায়নি। মৃত্যুর ঘটনায় থানায় জিডি হয়েছে৷

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন