যশোরের শার্শা উপজেলার বেনাপোল বন্দরে কাভার্ডভ্যান ভর্তি ২ কোটি ৫৫ লাখ ৬১ হাজার ৯৩০ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, থ্রি পিচ, ঔষধ, মোটর সাইকেলের টায়ার এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি (সদস্যরা)।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে বেনাপোল বন্দরের বাইপাস সড়কে অভিযান চালিয়ে কাগজপত্র বিহীন এ পণ্যের চালানটি আটক করা হয়।
বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকীর দেওয়া তথ্যে ভারতীয় চোরাচালানী পণ্য পাচার রোধে বেনাপোল বিওপি’র বিশেষ চোরাচালান বিরোধী একটি টহলদল অভিযান পরিচালনা করে। এ সময় বেনাপোল বন্দরের বাইপাস সড়কে মাগুরা কার্গো সার্ভিসের একটি কাভার্ডভ্যান ঢাকা মেট্রো-ট-২২-৭৫ ৬৬ তল্লাশির জন্য থামানো হয়। পরে কাভার্ডভ্যানটি তল্লাশির জন্য বেনাপোল বিজিবি ক্যাম্পে আনা হয়। তল্লাশিকালে ভারতীয় শাড়ী ১৪৭৬ টি, থ্রীপিচ ২১৫ টি, মোটর সাইকেলের টায়ার ২ টি, বিভিন্ন প্রকার ঔষধ ১০ হাজার ৬৯৩ টি এবং ৭৪ হাজার ৪৫৫টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রীর বৈধ কোন কাগজপত্র না থাকায় জব্দ তা করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৫৫ লাখ ৬১ হাজার ৯৩০ টাকা।

এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আসন্ন দূর্গা পূজা উপলক্ষে ভারত হতে কাগজপত্র বিহীন মালামাল বাংলাদেশে প্রবেশ করতে পারে এ ধরনের গোপন তথ্যের ভিত্তিতে বেনাপোল বাইপাস সড়ক থেকে একটি কাভার্ডভ্যান আটক করা হয়। আটককৃত কাভার্ডভ্যান থাকা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, থ্রি পিচ, ঔষধ, বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়েছে। আটককৃত চালক ও হেলপারকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম