যশোরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মেধার ভিত্তিতে ৩৮ জন প্রার্থী নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ ৩৮ জন প্রার্থীর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে রাত ১০টার দিকে চূড়ান্তভাবে নিয়োগপত্র প্রদান করা হয়।
এ নিয়োগপত্র তুলে দেন যশোরের পুলিশ সুপার (এসপি) রওনক জাহান। এসময় তিনি নতুন পুলিশ সদস্যদের উদ্দেশে নির্দেশনামূলক বক্তব্য দেন।
এসপি রওনক জাহান বলেন, আমরা এই নিয়োগ প্রক্রিয়াটি কয়েকটি ধাপের মধ্য দিয়ে সম্পন্ন করেছি। যারা উত্তীর্ণ হয়েছেন তারা সকলেই নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে উত্তীর্ণ হয়েছেন। তাদের প্রতি অভিনন্দন ও শুভকামনা রইলো।
তিনি আরও বলেন, যারা প্রাথমিক ফলাফলে উত্তীর্ণ হতে পারেননি, তারা যেন পরবর্তীতে আরও ভালো প্রস্তুতি নিয়ে অংশ গ্রহণ করেন।
নতুন নিয়োগপ্রাপ্তদের উদ্দেশে পুলিশ সুপার রওনক জাহান সততা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, নতুন পুলিশ সদস্যদের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিতকরণে আরও অগ্রগতি হবে।
নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা এবং নিয়োগ ডিউটিতে নিয়োজিত সকল সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এমআর