বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

যশোরে যুবককে ছুরিকাঘাত

যশোর প্রতিনিধি

যশোর শহরের বারান্দীপাড়ায় এক যুবককে ছুরিকাঘাত করেছে কতিপয় সন্ত্রাসী। আহত ইউসুফ (২০) ওই এলাকার আব্দুল হামিদের ছেলে। বুধবার দুপুরে বারান্দীপাড়া বউ বাজারে পূর্বশত্রুতার জের ধরে তাকে ছুরিকাঘাত করা হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।

ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ নেত্রী শ্যামলী আক্তার জানান, ওই এলাকার আলামিন, নান্টু তার স্ত্রী মিনা এ ঘটনার সাথে জড়িত। তিনি আরো জানান, ইউসুফ বৌ বাজারে ইজারার টাকা উত্তোলন করে। এ টাকা সংক্রান্ত গোলযোগের জের ধরে তাকে ছুরিকাঘাত করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় নেয়া হয়েছে বলে তিনি জানান।

খুলনা গেজেট/এ হোসেন

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন