যশোরের অভয়নগর উপজেলায় মাটির নিচ থেকে একটি নাইন এমএম পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে অভয়নগর আর্মি ক্যাম্প ও থানার যৌথ অভিযানে এ অস্ত্র উদ্ধার হয়।
সেনা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন আকিবের নেতৃত্বে উড়োতলা বারোয়াতলা এলাকার মো. আজিজুর রহমানের বাড়ির পেছনে অভিযান চালানো হয়। এ সময় মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও ম্যাগাজিন পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভয়নগর আর্মি ক্যাম্পের কর্মকর্তারা জানান, উদ্ধার করা অস্ত্র পরে থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে অভয়নগর থানার সাব-ইন্সপেক্টর গোলাম রসুল বলেন, যৌথবাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার হয়েছে। তবে এ ঘটনায় কোনো আসামি গ্রেপ্তার করা যায়নি। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।
খুলনা গেজেট/এএজে