Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content

মণিরামপুরে কাভার্ডভ্যান চাপায় ভ্যানচালক নিহত

মণিরামপুর প্রতিনিধি

যশোর-চুকনগর মহাসড়কের মনিরামপুর চালকিডাঙ্গা সিটিকে মাধ্যমিক বিদ্যালয়ের সামনে কাভার্ড ভ্যানের চাপায় হাসান আলী (৬০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান আলী উপজেলার হাজরাকাটি গ্রামের মৃত: আব্দুল খালেকের ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, সন্ধ্যার পরপরই উপজেলার কুয়াদা বাজার থেকে ভ্যান চালিয়ে ফিরছিলেন হাসান আলী। পথিমধ্যে চালকিডাঙ্গা সিটিকে মাধ্যমিক বিদ্যালয়ের নিকট পৌঁছলে পিছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাকে স্বজোরে ধাক্কা দেয়। এসময় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে হাসান আলীর মৃত্যু হয়।

মণিরামপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সোহেল রানা বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে।

দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মণিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন