বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

যশোর বিএনপি’র সম্পাদক হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন (৬৭) অসুস্থ হয়ে পড়েছেন। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন।

জানা গেছে, সকালে ঢাকা থেকে ফেরার পর শহরতলীর ধর্মতলাস্থ নিজ বাসভবনে তিনি শারীরিক দুর্বলতা অনুভব করেন। পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসক ডা. তাহমিদ উর রহমান বলেন, দেলোয়ার হোসেন খোকন সেলুলাইটিস (পায়ের মাংসের ইনফেকশন) রোগে আক্রান্ত হয়েছেন এবং তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন।
হাসপাতালের কার্ডিয়াক বিভাগের চিকিৎসক আব্দুল কাদের ও ডা. তৌহিদুল ইসলাম তাকে চিকিৎসা দিচ্ছেন। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের চিকিৎসাধীন আছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন