বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

যশোরে ৩ কেজি গাঁজাসহ আটক ২

যশোর প্রতিনিধি

যশোর ডিবি পুলিশ শার্শার শিবচন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এরা হলো, শার্শা উপজেলার হরিণাপোতা গ্রামের আজগর আলীর ছেলে নূর হোসেন ও একই গ্রামের নওশের আলীর ছেলে নাজিম উদ্দীন।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ডিবি পুলিশের ইনচার্জ সৌমেন দাশের নেতৃত্বে একদল পুলিশ সোমবার সন্ধ্যায় শিবচন্দ্রপুর গ্রামে অভিযান চালায়। এসময় তারা গ্রামের মসজিদের পাশ থেকে নুর হোসেন ও নাজিমকে আটক করে। পরে তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার হয়। এ ঘটনায় শার্শা থানায় মামলা হয়েছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন