Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content

অভয়নগরে যুবলীগ নেতা রফিকুল মজুমদার আটক

অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগরে সেনাবাহিনীর অভিযানে যুবলীগ নেতা রফিকুল মজুমদার (৪৫) আটক হয়েছেন। বুধবার সকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ধোপাদী নিজ গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, নওয়াপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক যুবলীগ সভাপতি রফিকুল মজুমদারের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা ও নাশকতার মামলা রয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। এরপর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটকের চেষ্টা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর সেনাবাহিনী ক্যাম্পের একটি চৌকস টিম অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করে।

আটককৃত রফিকুল মজুমদার উপজেলার ধোপাদী গ্রামের মুত মমিন মজুমদারের ছেলে।

এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম বলেন, রফিকুল মজুমদারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়াও নাশকতার মামলায় তাকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন