রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

মণিরামপুরে এক কেজি গাঁজাসহ যুবক আটক

মণিরামপুর প্রতিনিধি

মণিরামপুরে র‌্যাব অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ রানা হোসেন নামে একজনকে আটক করেছে। রানা উপজেলার সরসকাঠি গ্রামের চাঁদ আলীর পুত্র। বিষয়টি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম সারোয়ার হুসাইন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার সন্ধ্যার দিকে উপজেলার মহাতাপনগর এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ রানাকে আটক করা হয়। এসময় জব্দ করা হয় রানার ব্যবহৃত একটি মোবাইল ফোন। পরে তাকে গাঁজাসহ মণিরামপুর থানায় সোপর্দ করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

খুলনা গেজেট/এনএম

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন