Edit Content
খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ২৬শে আগস্ট, ২০২৫ । ১১ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোর হাসপাতালে স্বর্ণের চেইন ছিনতাইকালে নারী আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর জেনারেল হাসপাতাল চত্বরে স্বর্ণের চেইন ছিনতাইয়ের সময় এক নারীকে আটক করেছে জনগণ। রোববার বেলা ১১টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।

আটক নারী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ছাতেন গ্রামের শেফালী বেগম (৩০)।

পুলিশ জানায়, শেফালী শনিবার রাতে ট্রেনে করে হবিগঞ্জ থেকে যশোরে আসেন। রোববার সকালে যশোর জেনারেল হাসপাতালে রোগী দেখতে এসে তিনি আরবপুরের নাসিমার (৪৪) গলা থেকে স্বর্ণের চেইন টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এসময় নাসিমার চিৎকারে স্থানীয়রা তাকে ধরে গণধোলাই দিয়ে হাসপাতালের গার্ডদের মাধ্যমে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে কোতয়ালি থানার এসআই জাহিদ হাসান জানিয়েছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন