Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

শ্রদ্ধা ও ভালোবাসায় প্রবীণ সাংবাদিক রুকুনউদ্দৌলাহকে চির বিদায়

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় চির বিদায় জানিয়েছে সর্বস্তরের মানুষ। শনিবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজা শেষে তাকে কারবালা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। এসময় চোখের জলে প্রিয় মানুষকে বিদায় জানান সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষ। ফুলেল শ্রদ্ধায় তার প্রতি শেষ বিদায় জানান তারা। তার মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে প্রেসক্লাব যশোর।

শনিবার (২৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় প্রেসক্লাব যশোরে রুকুনউদ্দৌলাহর মরদেহ আনা হলে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে যশোর জেলা বিএনপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাগপা, প্রেসক্লাব যশোর, সংবাদপত্র পরিষদ, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া রোটারী ক্লাব অব যশোর সেন্ট্রাল, অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বৃহত্তর যশোর জেলা পূর্ণমিলনী কমিটি, জনউদ্যোগ যশোর, জয়তী সোসাইটি, আইইডি যশোর কেন্দ্র, নাগরিক অধিকার আন্দোলন, নবান্ন সমাজকল্যাণ সংস্থা, খেলাফত মজলিসসহ অসংখ্য সংগঠন তাকে শ্রদ্ধা জানায়। তার মৃত্যুতে আগামী সোমবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরে স্মরণসভা ও দোয়ার আয়োজন করা হবে। একইসাথে শোকবই খোলা হয়েছে।

এর আগে তার মরদেহ নেওয়া হয় উদীচী যশোর কার্যালয়ে। সেখানেও এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে উদীচী যশোর, সুরবিতান সংগীত একাডেমি, মহিলা পরিষদ, কিংশুক সংগীত শিক্ষা কেন্দ্র, পুনশ্চ যশোর, তির্যক যশোর, থিয়েটার ক্যানভাস, বাচতে শেখা, উলাসী সৃজনী সংঘ, সুরধুনী, নবান্ন, বিবর্তন, চাদেরহাট, উৎকর্ষ, যশোর সাহিত্য পরিষদ, চারুতীর্থ, স্পন্দন, সুর নিকেতনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

জোহরের নামাজের পর মরদেহ নেওয়া হয় যশোর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে। এখানে জেলা মুক্তিযোদ্ধা সংসদ যশোর ইউনিটের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। জানাজার আগে গার্ড অব অনার প্রদান করেন যশোর সদর সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন। জানাজায় বক্তব্য দেন সংবাদপত্র পরিষদের সভাপতি ও রুকুনউদ্দৌলাহর বড়ভাই একরাম-উদ-দ্দৌলা এবং একমাত্র মেয়ের জামাই রাকিবুল আলম। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

জানাজায় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস.এম. তৌহিদুর রহমান, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, কল্যাণের ভারপ্রাপ্ত সম্পাদক এহসান উদ্দৌলা মিথুন, স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাবলু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহম্মেদ, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম.আর. খান মিলনসহ বিভিন্ন অঙ্গনের মানুষ অংশ নেন।

জানাজা শেষে মরদেহ কারবালা কবরস্থানে দাফন করা হয়। এছাড়া আগামী সোমবার বাদ আসর খালধার রোড আমিনিয়া আলীয়া মাদ্রাসা মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ যশোর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন