যশোরে ইজিবাইক চালক নিখোঁজের একদিন পর অজ্ঞান অবস্থায় উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর 

যশোরে নিখোঁজের একদিন পর অচেতন অবস্থায় উদ্ধার হয়েছেন ইজিবাইক চালক আরিফ শেখ (৩৫)। এ সময় দুর্বৃত্তরা তার ইজিবাইকটি চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

আরিফ শেখ সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের মৃত আবুল শেখের ছেলে। তিনি পেশায় ইজিবাইক চালক।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে জীবিকার উদ্দেশ্যে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন আরিফ। এরপর থেকে তিনি আর ফেরেননি। সারারাত খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে মনিহার বাসস্ট্যান্ড এলাকার আনারস পট্টিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এক রিকশাচালক। তিনি আরিফকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা আরিফকে মারধর করে অচেতন অবস্থায় ফেলে রেখে তার ইজিবাইক নিয়ে পালিয়েছে।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন