যশোর শহরের রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) পরিচয়ের এক নারী নিহত হয়েছেন। রোববার (১৭ আগস্ট) খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম জানান, এদিন সকালে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে তিনি কাটা পড়েন। খবর পেয়ে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে যশোর পিবিআই পুলিশ নারীর আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছে।
এ বিষয়ে পিবিআই পুলিশ সুপার রেশমা শারমিন জানান, নিহত নারীর পরিচয় শনাক্তের কার্যক্রম চলছে।
খুলনা গেজেট/এসএস