বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

শার্শার শালকোনা সীমান্ত দিয়ে বিএসএফ ঠেলে পাঠালো এক ভারতীয়সহ তিনজন

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে এক ভারতীয় নাগরিকসহ তিনজনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শনিবার (১৫ আগস্ট) ভোরে ভারতের মোস্তফাপুর সীমান্তের বিএসএফ সদস্যরা তাদের শার্শার শালকোনা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়।

আটক ব্যক্তিরা হলেন—খুলনার ডুমুরিয়া উপজেলার শেখপাড়া এলাকার মৃত শহিদ শেখের দুই ছেলে শাহিন শেখ (৩০) ও সাগর শেখ (২৮), এবং ভারতের আসাম প্রদেশের গোয়ালপাড়া জেলার মাটিয়া থানার ভৌতিচর গ্রামের মৃত আবজেল শেখের ছেলে আনোয়ার হোসেন (২৫)।

শার্শা থানা সূত্রে জানা যায়, শনিবার ভোরে গোড়পাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা সীমান্তবর্তী নারিকেলবাড়িয়া গ্রামের রাস্তা দিয়ে তিনজনকে আসতে দেখে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা জানান, বিএসএফ তাদের কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে ঠেলে দিয়েছে। পরে পুলিশ তাদের থানায় নিয়ে আসে।

ফেরত আসা শাহিন শেখ জানান, তিনি ও তার ভাই সাগর ভারতের হরিয়ানা রাজ্যে শ্রমিকের কাজ করতেন। গত ৫ আগস্ট সেখানে পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে তুলে দেয়। এরপর কয়েকদিন বিএসএফ ক্যাম্পে আটকে রেখে শনিবার ভোরে সীমান্ত পার করে বাংলাদেশে ঠেলে দেয়। সীমান্ত এলাকা দিয়ে হেঁটে আসার সময় পুলিশ তাদের আটক করে। ভারতীয় নাগরিক আনোয়ার হোসেন সম্পর্কে তিনি জানান, তাকে আগে থেকে চিনতেন না, বিএসএফ ক্যাম্পে গিয়ে পরিচয় হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “রাতে সীমান্তের নারিকেলবাড়িয়া গ্রামে পুলিশের টহল দল তাদের আটক করে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।”

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন