শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

যশোরে একদিনে ৩০ করোনা রোগী শনাক্ত

যশোর প্রতিনিধি

যশোরে একদিনে ৩০টি নমুনা করোনা পজিটিভ হয়েছে। বিগত কয়েক মাসের মধ্যে এ সংখ্যা সর্বাধিক।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, রোববার রাতে তাদের ল্যাবে যশোরের ১০২টি করোনার নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩০টি নমুনা পজিটিভ হয়। অর্থাৎ পরীক্ষিত নমুনার প্রায় ৩০ শতাংশ পজিটিভ ফলাফল দিয়েছে। বিগত কয়েক মাসে যশোরের নমুনাগুলোর মধ্যে পাঁচ থেকে সর্বাধিক ১৮ ভাগ পর্যন্ত পজিটিভ ফল হচ্ছিল। কিন্তু হঠাৎ করেই পজিটিভের সংখ্যা বেড়ে ৩০ ভাগে উন্নিত হয়েছে।

এছাড়া, এদিন মাগুরার দশটি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চারটি পজিটিভ ফল দেয়। এই ফলও ঊর্ধ্বমুখি। মাগুরা থেকে পাঠানো নমুনার ৪০ শতাংশ পজিটিভ হওয়ার ঘটনা বেশ কিছুদিন পর ঘটলো।

রোববার পরীক্ষিত নমুনাগুলোর বিস্তারিত ফলাফল সংশ্লিষ্ট দুই জেলার সিভিল সার্জনের কার্যালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান।
স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী, রোববার বিকেল তিনটা পর্যন্ত যশোর জেলায় মোট চার হাজার ৩৯৬ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়। এদের মধ্যে চার হাজার ৭৯ জন ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ৫১ জন।

খুলনা গেজেট/কেএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন