Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

সিরাজগঞ্জের উল্লাপাড়ার হত্যা মামলার আসামি যশোরে আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মহেশপুর গ্রামের গৃহবধূ রিনা খাতুন (৪০) হত্যা মামলার প্রধান আসামি আসাদুল মন্ডলকে (৪৮) যশোর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ সদস্যরা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘারপাড়া উপজেলার কৃষ্ণনগর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আসাদুল সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার পশ্চিম মহেশপুর গ্রামের গোলবার মন্ডলের ছেলে।

র‌্যাব জানায়, আসাদুল দীর্ঘদিন ধরে নিজের বসতবাড়ি বিক্রি করতে চাইছিলেন। কিন্তু স্ত্রী রিনা আপত্তি জানালে তাদের মধ্যে বিরোধ চরমে ওঠে। গত ২৩ জুলাই দুপুরে বাড়ি বিক্রির বিরোধকে কেন্দ্র করে আসাদুল ও তার সহযোগীরা রিনাকে হত্যা করে।

এ ঘটনায় নিহতের বড় ভাই উল্লাপাড়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামি পলাতক ছিলেন। গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে উল্লাপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাব-৬ যশোরের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মো. রাসেল।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন