Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

কেশবপুরে যুবকের মরদেহ উদ্ধার

ডুমুরিয়া প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদক, যশোর

খুলনার ডুমুরিয়ায় বরাতিয়া আবাসনের তারেক সরদার (২২) নামের এক যুবককে বুধবার রাতে শ্বাসরোধে হত্যা করে যশোর জেলার কেশবপুর উপজেলা সিমান্তে ভদ্রা নদীর তীরে ফেলে দিয়েছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে কেশবপুর থানা পুলিশ গৌরিঘোনা দক্ষিনপাড়ার রেজাউল সরদারের সবজি ক্ষেত থেকে লাশ উদ্ধার করে।

নিহত তারেক কেশবপুরের গৌরিঘোনা গ্রামের শহিদুল সরদারের ছেলে। দীর্ঘ ৪ বছর যাবত শ্বশুরবাড়ি ডুমুরিয়ার বরাতিয়া এলাকায় সরকারি আবাসনের একটি ঘরে স্ত্রীকে নিয়ে থাকতেন তিনি। সে একজন ডিপটিউবওয়েল বোরিং মিস্ত্রি।

জানা যায়, কেশবপুর উপজেলার গৌরিঘোনার তারেক সরদারের ৪ বছর আগে ডুমুরিয়া উপজেলার বরাতিয়া এলাকার বিল্লাল হোসেনের মেয়ে লিমা খাতুনের সাথে বিয়ে হয়। বিয়ের পর তারেক বরাতিয়া আবাসনে একটি ঘর পেয়ে সেখানে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। টিউবওয়েল মিস্ত্রির কাজ করার কারণে অধিকাংশ সময় তার বাহিরে দিন কাটতো। তবে গাঁজা ও ড্যান্ডি নামক মাদকের নেশা করতো তারেক।

বরাতিয়া আবাসনের কোহিনুর বেগম জানান, কাজের সুবাদে তারেক প্রায়ই সময় বাহিরে থাকতো। গত ৪দিন বাড়িতে এসেছে। বুধবার দুপুরে বাড়ি থেকে বের হয়। এরপর আর ফেরেনি। তারেকের ১৮ মাস বয়সি এক প্রতিবন্ধী ছেলে এবং স্ত্রী লিমার গর্ভে তার সন্তান আছে।

আবাসনের আব্দুল হালিম জানান, তারেককে কে-বা-কারা মেরে নদীর ওপার (গৌরিঘোনা) ফেলে গেছে। সকালে নদী পার হয়ে তারেকের লাশ দেখে এসেছি। তার লাশ টানা হয়েছে যেটা নদীর চর দেখে বোঝা গেছে।

কেশবপুর থানার ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম জানান, তারেক সরদারের লাশ গৌরিঘোনার রেজাউলের সবজি ক্ষেতের আইলের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে মনে। ধারণা করা হচ্ছে, খুনিরা তারেককে ডুমুরিয়ার সিমান্তে হত্যা করে কেশবপুর সিমান্তে ফেলে দিয়েছে। লাশ টানা হয়েছে এমন আলমত দেখা গেছে। লাশের সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/এনএম/এএজে 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন