Edit Content
খুলনা, বাংলাদেশ
রবিবার । ৩১শে আগস্ট, ২০২৫ । ১৬ই ভাদ্র, ১৪৩২
Edit Content

শার্শায় ভারতীয় পুরাতন মোবাইলসহ দুই চোরাকারবারি আটক

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২৯টি ভারতীয় পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে শার্শা উপজেলা কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কেড়াগাছি গ্রামের আব্দুল ওহাব মোল্লার ছেলে শরিফুল ইসলাম (৩২) ও একই এলাকার মনিরুল ইসলামের ছেলে শিমুল হোসেন (৩৫)।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. রবিউল ইসলাম জানান, পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মোবাইল ফোন আটক করা হয়। এসব মোবাইল সেট অবৈধ পথে ভারত থেকে এনে শার্শা এলাকায় বিক্রি করা হচ্ছিল। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে তারা স্বীকার করেছে এগুলো ভারতীয় চোরাই ফোন।  জিজ্ঞাসাবাদ শেষে মামলা দিয়ে আটককৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/এসএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন