Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ৭ই আগস্ট, ২০২৫ । ২৩শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিজয় মিছিল ও শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক, যশোর

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের এক বছর পূর্ণ হলো আজ (৫ আগস্ট)। এ দিনটি স্মরণে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই যশোর শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জেলা প্রশাসনের নেতৃত্বে বিজয় মিছিল বের করা হয়। এতে শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। এখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

উল্লেখ্য, গত বছরের এই দিনে দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার সক্রিয় অংশগ্রহণে গণআন্দোলনের মুখে পতন হয় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের। এরপর শুরু হয় নতুন বাংলাদেশ গড়ার অধ্যায়। এ স্বপ্নে অঙ্গীকারবদ্ধ করে তোলে পুরো জাতিকে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন