যশোরের ঝিকরগাছায় শিশু কন্যা ধর্ষণের অভিযোগে হাসানুজ্জামান (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার বাঁকড়া গ্রামে।
গ্রেপ্তারকৃত হাসানুজ্জামান বাঁকড়ার মাঠপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
সোমবার (৪ জুলাই) দুপুরে হাসানুজ্জামানের বাড়ির সামনে তারই মেয়ের সাথে ওই শিশুটি রাস্তায় খেলছিলো। নিজ মেয়েকে অন্যত্র পাঠিয়ে শিশু কন্যাটিকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে আর ভয়-ভীতি দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়।
শিশুটি বাড়িতে গিয়ে তার মার কাছে ঘটনার বিস্তারিত খুলে বলে। এরপর তার বাবা-মা ঝিকরগাছা থানায় যোগাযোগ করলে পুলিশ ঘটনাস্থল থেকে হাসানুজ্জামানকে আটক করে। এ সময় ভুক্তভোগী শিশুটিকে ঝিকরগাছা থানায় নিয়ে আসেন।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী জানান, ধর্ষণের ঘটনা সত্য এ ব্যাপারে শিশুটির পিতা বাদী হয়ে মামলা করেছেন।
খুলনা গেজেট/এনএম