Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ৭ই আগস্ট, ২০২৫ । ২৩শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বেনাপোলে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল সীমান্তে মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী পণ্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শনিবার (৩ আগস্ট) যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির আওতাধীন শিকারপুর বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়।

অভিযানে বিজিবি সদস্যরা বিদেশী মদ, ভারতীয় শাড়ী, কম্বল, পোশাক সামগ্রী, পলিথিন, বিভিন্ন প্রকার ইলেকট্রিক ক্রাউন কার্বন ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেন। আটককৃত মালামালের সিজার মূল্য ১৬ লাখ ১৭ হাজার ৫৫০ টাকা বলে বিজিবি জানায়।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, সীমান্ত এলাকা দিয়ে মাদক ও চোরাচালানী মালামাল পাচার রোধে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়। ভবিষ্যতেও সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন